মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে ট্রাকের ধাক্কায় আহত রাফিদ গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গতকাল বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, গত পরশু শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মুক্তার আলীর ছেলে রাফিদুল ইসলাম রাফিদ (৪) তার মায়ের সাথে কুষ্টিয়া কুমারখালী নানা বাড়ি থেকে ফিরছিলো। গ্রামে পৌঁছুলে রাফিদ আলমসাধু থেকে নেমে যাওয়ার সময় ঢাকা মেট্রো ট-২৫-১৬৬৫ ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার করেন। গত পরশু একটি অ্যাম্বুলেন্স যোগে নেয়া হয় রাজশাহী মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। গতকাল দুপুরে লাশ গ্রামে নেয়া হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিকটজনদের আজাহারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।