স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাতগাড়ি উত্তরপাড়ার প্রবাসী আব্দুল বারেকের বাড়ির গোসুলখানার নিচে ইঁদুরে করা গর্ত থেকে সাপের সাতটি বাচ্চা ধরে মরা হয়েছে। গতপরশু ৫টি বাচ্চা সাপ বা সাপের ডেমা বেরিয়ে উঠোনে ঘুরতে দেখে পরিবারের সদস্যরা। তা মেরে কবিরাজের খবর দেয়া হয়। গতকাল কবিরাজ হাজির হয়ে গর্তের সূত্র ধরে গোসুলখানার একটি অংশ খুড়ে ধরে সাপের ৭টি বাচ্চা। সেখানে পাওয়া গেছে সাপের ১৯টি ডিমের খোসা। তা হলে বাকি ৭টি বাচ্চা গেলো কোথায়? অনেকেরই ধারানো, সেগুলো আগেই সটকেছে পাশের ঝোড়ে।