শাকিবের অভিনয়ে বাধা নেই’

 

 

বাংলা চলচ্চিত্রের কিংখান খ্যাত শাকিব খানের অভিনয়ের ওপর বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট।সেইসঙ্গে চলচ্চিত্র পরিবারের দেয়া নিষেধাজ্ঞাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট নায়ক শাকিব খানকে বহিষ্কার করে। প্রসঙ্গত, যৌথ-প্রযোজনার ছবি ‘বস-টু’ ও ‘নবাব’ ছবি দুটির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ তুলে আসছিল বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা। পরে সিনেমাটি মুক্তির অনুমতি পায়। সেই সূত্র ধরে এবং শাকিব খানের বিভিন্ন সময়ের মন্তব্যের কারণে তাকে এফডিসি থেকে বহিস্কার করে।