মেহেরপুরে দারিদ্র বিমোচনে ভ্যান প্রদান করলেন এমপি ফরহাদ

 

মেহেরপুর অফিস: দারিদ্র বিমোচনে মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন রিকসা ভ্যান প্রদান করেছেন। গতকাল শনিবার দুপুরে তার নিজ কার্যালয়ে মেহেরপুর পৌরসভার ৯ নং নম্বর ওয়ার্ড শিশু বাগানপাড়ার মৃত শুকুর আলীর ছেলে অসহায় ও হতদরিদ্র সাইফুদ্দিনকে একটি রিকসা ভ্যান প্রদান করেন। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকবর জালাল, সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক শরীফউদ্দীন নিকুল, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, বাবলুসহ এ সময় অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। এমপি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, এলাকার অসহায় ও হত দরিদ্রদের দারিদ্র বিমোচনে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।