স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পেস বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় কোচের নাম চম্পকা রমানায়েকে। বোলিং অ্যাকশন পরিবর্তন না করে বোলারদের যত্ন নেয়ায় বিখ্যাত এই শ্রীলঙ্কান কোচকে ফেরানোর জন্য গত বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে গতকাল পরিষ্কার হলো যে, বিসিবির সেই ডাকে আবার সাড়া দিয়েছেন শ্রীলঙ্কার সর্বশেষ এই বোলিং কোচ। গত বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার বোলিং কোচ পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সাথে যোগ দেয়ার জন্যই চম্পকার এই পদত্যাগ। সূত্রটি এটাও নিশ্চিত করেছে যে, হাই পারফরম্যান্স স্কোয়াড (এইচপি), তথা বিসিবি অ্যাকাডেমির পেসারদের নিয়ে কাজ করবেন এই লঙ্কান কোচ। প্রয়োজন হলে তাকে জাতীয় দলের কাজেও হাত লাগাতে হতে পারে। বাজারে গুঞ্জন ছিলো যে, ওয়ালশের বদলে জাতীয় দলেরই দায়িত্ব নিতে পারেন চম্পকা। সেই গুঞ্জন সত্যি নয় বলে বিসিবির দায়িত্বপূর্ণ এই সূত্রটি দাবি করেছে। বলা হয়েছে, আগের মতোই জাতীয় দলের সাথে কাজ করবেন ওয়ালশ। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনই করছে না। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এইচপির জন্য কয়েকজন পেস বোলিং কোচের সাথে আমাদের কথা হচ্ছে। এই মুহূর্তে কারো নাম নিশ্চিত করতে পারছি না আমরা।’ বিসিবি আনুষ্ঠানিক কিছু না বললেও চম্পকার বাংলাদেশে আসাটা নিশ্চিত হয়ে যায় বৃহস্পতিবার রাতে তার পদত্যাগে। গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন। তার এই পদত্যাগের খবর বাসী হওয়ার আগেই গতকাল চামিন্দা ভাসকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। সাবেক কিংবদন্তি বোলার ভাস শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। এর ফলে তার দায়িত্ব বদলে গেল।
ভূমিকা বদলে যাবে চম্পকা রমানায়েকেরও। তিনি বোলিং কোচ থেকে হয়ে উঠবেন বিসিবির বোলিং উপদেষ্টা।