টিপ্পনী

খুঁটির জোরে
কোত্থেকে এই মাদক আসে
কারা মাদক বানায়,
তাদের কেন ধরতে গেলে
করছো ধানাইপানাই।

বহনকারীই খাচ্ছে ধারা
কোথায় আছেন মালিক,
চোখ ইশারায় যাও এড়িয়ে
করছো না কেউ তা লিক।

ডাঁটে ঘোরেন রাঘববোয়াল
বিপদ চুনোপুঁটির,
পালের গোদার পোয়া বারো
জোর রয়েছে খুঁটির।

খুঁটির জোরেই কুন্দে বেড়ায়
চিনে তাদের ধরুন,
আমদানিতে সক্রিয় যারা
আজই বিচার করুন।

সূত্র: (চুয়াডাঙ্গায় ৭ ইয়াবাসহ মাদক ফেরিওয়ালা আটক)