হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে গত শুলুবার রাতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে হাসাদাহ বাজারে অবস্থিত লতিফ ডিজিটাল ষ্টুডিওর মালিক সোহাগ বলেন, আমার দোকান প্রতিদিনের মতো বন্ধ করে বাড়িতে চলে যায়। পরেদিন সকালে এসে দোকান তালা খুলে দেখি ওপরের টিনসেট খুলে আমার ঘরে থাকা ইলেকট্রনিক মালামাল, কম্পিউটার, ক্যামেরা মডেম ও ৬শ টাকা চুরি করে নিয়ে যায়। হাসাদাহ বাজারে দোকান মালিকরা জানান, বাজারে রাতে কোন নাইটগাড না থাকায় একের পর এক চুরি হয়ে যাচ্ছে তাই প্রশাসকভাবে হস্তক্ষেপ কামনা করছেন।