স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝেরপাড়ার রাজনকে আটক করেছে পুলিশ। গতরাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৫ পিস ইয়াবাসহ শহর ফাঁড়ি পুলিশ আটক করে সদর থানায় মামলাসহ হস্তান্তর করে। তাকে আজ আদলতে সোপর্দ করা হতে পারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝেরপাড়ার সন্টু ম-লের ছেলে রাজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করে আসছে। গোপনে এ তথ্য পেয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম ও এএসআই ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে গতরাত ১০টার দিকে অভিযান চালান। ১৫ পিস ইয়াবাসহ রাজনকে আটক করে সদর থানা কাস্টডিতে নেন। রাজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।