চুয়াডাঙ্গার ফুলবাড়ী গ্রামে ধসে যাওয়া রাস্তাটি যুবসমাজের উদ্যোগে মেরামত

VLUU L100, M100 / Samsung L100, M100

ডিঙ্গেদহ প্রতিনিধি: শুধু লেখাপড়াই নয় প্রবল বর্ষণে ফুলবাড়ী গ্রামের প্রধান রাস্তাটির ধ্বসে যাওয়া স্থানটি মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করলো ফুলবাড়ী যুবসমাজ। গতকাল শনিবার ফুলবাড়ী যুবসমাজের সদস্যরা দিনব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলে। এ ব্যাপারে ফুলবাড়ী গ্রামবাসী জানায়, এ রাস্তা দিয়ে ফুলবাড়ী গ্রামের লোকজনের ডিঙ্গেদহ বাজার ও চুয়াডাঙ্গা শহরে যাতায়াত করে। এছাড়া ও এই রাস্তা দিয়ে গ্রামের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ ও চুয়াডাঙ্গার কলেজগুলোতে যাওয়া-আসা করে থাকে। এ গ্রাম থেকে প্রতিদিন শ শ মণ সবজি চুয়াডাঙ্গা শহরে নিয়ে যায়। কয়েক দিনের প্রবল বর্ষণে মৌলভী ভিটার নিকট রাস্তাটি সম্পূর্ণ ধসে যায়। ফলে ফুলবাড়ী গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গ্রামবাসী। এ অবস্থায় ফুলবাড়ী গ্রামের যুবসমাজের সভাপতি মাসুমের নেতৃত্বে যুবসমাজের সদস্যরা গ্রাম থেকে বাঁশ দিয়ে ধসে যাওয়া রাস্তাটির ওপর সাঁকো বানিয়ে বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করে তোলে। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবসমাজের সদস্য শরিফুল ইসলাম, বিপুল, সাগর, ইনামুল, মিন্টু, ফটে, আলমসহ যুবসমাজের সদস্যবৃন্দ। আর এ কাজে প্রেরণা জোগায় সাংবাদিক ইলিয়াস হোসেন ও সমাজসেবক লাল মাহাম্মদ। এ অবস্থায় ধসে যাওয়া স্থানটিতে ব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়েছে ফুলবাড়ী গ্রামবাসী।