বেগমপুর প্রতিনিধি: মোটরসাইকেল চোর সন্দেহে চুয়াডাঙ্গা সদরের কোটালী বাজারের লোকজন মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে। আটককৃতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদেরকে পুলিশে সোপর্দ করেছে বাজারের লোকজন। পুলিশ আটককৃতদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী বাজারে দুজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলের তেল কেনার জন্য ঘুরাঘুরি করছিলো। এ সময় তাদের ঘুরাফেরায় বিচলিত দেখে বাজারের লোকজন তাদের পরিচয় জানতে চাই। পরিচয় দিতে গিয়ে বিভ্রান্তিমূলোক কথাবার্তা বলতে থাকে তারা। তাতে করে বাজারের লোকজনের সন্দেহ আরও বেড়ে যায়। এরই মধ্যে ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামের মতিয়ার রহমানের ছেলে হিরণ মোটরসাইকেল নিয়ে কোটালী বাজারে হাজির হয়। হিরণ বাজারের লোকজনদের জানায় এরা ডাকবংলা বাজার থেকে আমার ১৩৫ সিসি’র ডিসকভার মোটরসাইকেল চুরি করে পালিয়েছে। এরা তিনজন ছিলো আর একজন কোথায়? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেগমপুর ক্যাম্প পুলিশ। বাজারের লোকজন একটি ছাই রঙের এ্যাপাসি ১৫০ সিসি মোটরসাইকেলসহ আটককৃতদের তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ জানায়, আটককৃতরা হলো ঝিনাইদহ কোটচাঁদপুর মামুনসিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহেল রানা (২২) অপর জন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জসিমের ছেলে শামীম (২০)।
বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন লেলীন বলেন, আটককৃতদের মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।