গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ২৪৬ দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ৩ লাখ ৯৭ হাজার ৪শ টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইউএনও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদের হাতে টাকা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৫৬ জনকে ১ হাজার টাকা। ৯ম-১০ম শ্রেণির ৬৭ জনকে ১ হাজার ২শ টাকা। একাদশ-দ্বাদশ শ্রেণির ৭২ জনকে ১ হাজার ৫শ এবং বিশ্ববিদ্যালয়ের ৫১ ছাত্রছাত্রীকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। শিক্ষা উন্নয়নে প্রতি বছরই উপজেলা পরিষদ থেকে দরিদ্র ছাত্রছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে ওই অর্থ সহযোগিতা দেয়া হয়।