গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রাম থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর খবরের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে এগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশ। জানা গেছে, বাহাগুন্দা গ্রামের জনৈক লিয়াকত আলীর বাড়ির পাশের একটি আম-কাঠালের বাগানে একটি ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বস্তু বোমা বলেই সন্দেহ করে গ্রামবাসী। খবর পেয়ে গাংনী থানার এসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেন। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুস্কৃতিকারী কেউ বোমা সদৃশ্য বস্তু রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।