মজিদ সভাপতি ছোট সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিতলী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের আহ্বায়ক চেয়ারম্যান আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়কদের মধ্যে আফজাল হোসেন, আজগর আলী মাস্টার, বিশারত আলী এবং পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তাহেরহুদা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুনজুরুল আলম চেয়ারম্যান, ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমান, ফজলুর রহমান মালিতা, জহির রায়হান, সুশিল কুমার, আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্ল¬াহ মারুফ, আবু সাইদ টুনুসহ উপজেলা আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সম্মেলনে আব্দুল মজিদ ম-লকে সভাপতি ও একরামুল হক জোয়ার্দ্দার ছোটকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কাপাশহাটিয়া ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন করা হয়।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন হরিণাকু-ু উপজেলা আ.লীগের আহ্বায়ক আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েলসহ আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে জনগণের কল্যাণে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।