আলমডাঙ্গা ব্যুরো: তুচ্ছ কারণে ১১ বছরের শিশুকে অমানবিকভাবে নির্যাতন করে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে দুর্লোভপুর গ্রামের মধ্যবয়ষ্ক হেলাল উদ্দীনের বিরুদ্ধে। খেলার সময় ছোট বাচ্চাদের গ-গোল মারামারিকে কেন্দ্র করে তিনি ওই কা- ঘটিয়েছেন।
জানা গেছে, গতকাল ২১ জুলাই দুপুরে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের দুর্লোভপুর গ্রামের কেরামত আলীর ছেলে মাজিদ আলী ও একই গ্রামের ঠা-ু ম-লের ছেলে মুন্না পুকুরে একই সাথে গোসল করতে যায়। মাজিদ আলী ও মুন্না উভয়ের বয়সই মাত্র ১০/১১ বছর। গোসলের এক পর্যায়ে তারা হাতাহাতি-মারামারিতে লিপ্ত হয়। মুন্না কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। পরে মুন্নার চাচা মধ্যবয়স্ক হেলাল উদ্দীন ক্ষিপ্ত হয়ে ছুটতে ছুটতে পুকুর পাড়ে যায়। তিনি শিশু মাজিদকে বেদম মারধর শুরু করেন। তার বেপরোয়া মারধরে শিশুটির বাম হাত ভেঙে যায়। সারা গায়ে জখমের চিহ্ন ও হাতভাঙ্গা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।