মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা চত্বরে উপজেলা নারী উন্নয়ন ফোরেিমর উদ্যেগে ২০জন মেধাবী দরিদ্র ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃপস্পতিবার বেলা ১১টার দিকে বিনামূল্যে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়নের সভাপতি হাসিনা বানু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের ২০ জন মেধাবী দরিদ্র ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
উল্লেখ্য, এডিবি খাত থেকে ৩ শতাংশ অর্থ নারী উন্নয়ন ফোরামকে দেয়া হয়। সেখান থেকে নারী শিক্ষার অগ্রগতি ও ঝরেপড়া রোধে নারী উন্নয়ন ফোরাম এই প্রকল্পটি গ্রহণ করে। যা নারী শিক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।