স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার রকিবুল ইসলামকে মাতাল অবস্থায় আটক করেছে পুলিশ। গতরাত ১১টার দিকে ভি.জে স্কুল রোডের জেলা সেনেটারির সামনে মাতলামি করার সময় তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ বলেছে, এর আগেও রকিবুল প্রকাশ্যে মাতলামি করেছেন। বারণ করেও কাজ হয়নি। গতরাতে যখন তিনি মদপান করে মাতলামি করতে থাকেন তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। তাকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে। রকিবুল ইসলাম চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার রবিউল ইসলামের ছেলে।