কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের পুরাতন ঝুঁকিপূর্ণ হার্টচাঁদনী পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান। তিনি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করে সেটি বাজেয়াপ্ত ও সীলগালা করার ঘোষণা দেন। এ সময় তিনি সেখান থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশও প্রদান করেন। ঝুঁকিপূর্ণ হাটচাঁদনীর নিচে কেউ ব্যবসা করলে আর যদি কোন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে তার জন্য প্রশাসন দায়ী থাকবে না বলেও ব্যবসায়ীদের জানিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস ও বাজার কমিটির নেতৃবৃন্দ।
উলে¬খ্য, ২০০৭ সালে হাটচাঁদনীর সানসেট ভেঙে এক ব্যবসায়ী মারা যান। আহত ও পঙ্গু হয়েছেন বেশ কয়েকজন। তারপরও ঝুঁকি নিয়ে হাটচাঁদনীর নিচে ব্যবসা করছেন সেখানকার ব্যবসায়ীরা। এখানে ১৫৩টি খোলা দোকানের মধ্যে ৮১৫ জন ব্যবসায়ী ব্যবসা করছেন বলে বাজার কমিটিসূত্রে জানা গেছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, গতকাল ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। ঝুঁকিপূর্ণ ভবনে জনসাধারণের প্রবেশ নিষেধ সংবলিত একটি সাইন বোড লিখে বাজার কমিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সেখানে লাগিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, বাজার কমিটির নেতৃবৃন্দ ৩ মাসের সময় চেয়েছেন। এ সময়ের আগে বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের বিকল্প কয়েকটি স্থান দেখতে বলেছেন। তারা কয়েকটি স্থান নির্বাচন করে মতবিনিময়ে বসবেন বলেও জানান।