পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার পিরোজখালী গ্রামে আবারও দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতপরশু রাতে পিরোজখালীর মোড়ে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার পিরোজখালী পূর্বপাড়ার মোড়ে দুর্বৃত্তরা পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটালে একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। বোমার শব্দে গোটা গ্রামবাসী আতঙ্কিত হয়ে ওঠে। ১৫ দিন আগে একই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের পূর্বপাড়ার মোড়ের রাস্তার ওপর কে বা কারা বোমা মেরে পালিয়ে যায়। গ্রামে বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্যই এ ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে বলে গ্রামবাসীর ধারণা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করে। এলাকায় পুলিশি টহল জোরদার করণের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী জনসাধারণ।