কুষ্টিয়া প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবুর রশিদের কবরটি সংরক্ষণ করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন ও খোকসা উপজেলা প্রশাসনের সহযোগিতায় টাইলস দিয়ে কবরটি সংরক্ষণ করা হলো। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দীর্ঘ এক মাস সংস্কারের কাজ শেষে সংরক্ষনকৃত কবরটি পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা বানু, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মেম্বারসহ স্থানীয় ব্যক্তিবর্গ। মৃত্যুর ১৩ বছর পর কুষ্টিয়া জেলা প্রশাসন ও খোকসা উপজেলা প্রশাসনের সহযোগিতায় টাইলস দিয়ে কবরটি সংরক্ষণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।