আলমডাঙ্গা ব্যুরো: সরকারি ল্যাপটপ বাসায় নিয়ে চুরি হয়ে যাওয়ার দাবি করেছেন হেলথ প্রোভাইডার রাজশ্রী রানী দত্ত। সরকারি জিনিস নিজের বাড়িতে নিয়ে যাওয়ার বিধান না থাকলেও তিনি অবৈধভাবে ল্যাপটপ বাড়িতে নিয়ে ব্যবহার করতেন। ফলে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছে, ল্যাপটপ চুরির নাটক সাজানো হয়েছে। আলমডাঙ্গা বকশিপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারের সরকারি ল্যাপটপ ও মোবাইল চুরির অভিযোগ করেছেন রাজশ্রী রানী দত্ত। গত বুধবার রাতে ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে হেলথ প্রোভাইডার রাজশ্রী রানী দত্ত দাবি করেন। কেউ কেউ এ চুরিকে রহস্যজনক বলে মনে করছেন।
এলাকাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা বকশিপুরের অর্জন কুমার দত্তের স্ত্রী রাজশ্রী রানী দত্ত ডাউকি ওই গ্রামের কমিউনিটি ক্লিনিকে হেলথ প্রোভাইডার হিসেবে চাকরি করেন। তিনি সরকারি ল্যাপটপ নিজের মতো ব্যবহার করেন এবং তা বাড়িতে নিয়ে যান। তিনি দাবি করে বলেন গত বুধবার রাতে অফিসের কাজ সেরে ঘরে ল্যাপটপ ও তার মোবাইল রেখে ঘুমিয়ে ছিলেন। সকালে দেখতে পান ল্যাপটপ ও মোবাইল নেই। তবে এলাকাবসীর অনেকে দাবি করেছেন শোয়ার ঘর থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি হয়ে গেলো আর তিনি টের পেলেন না তা হয় না। সরকারি ল্যাপটপ হজম করার জন্যই চুরির নাটক সাজিয়ে থাকতে পারেন রাজশ্রী রানী দত্ত। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।