সীমান্তের নিরাপরাধ মানুষের হয়রানি বন্ধে বিজিবিকে তাগিদ

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, প্রেসক্লাব সভাপতি অনোয়ারুল কবির, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনজুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিজিবির নায়েব সুবেদার আতিয়ার রহমান ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান।
সভায় অধিকাংশ বক্তা বলেন, সীমান্ত গ্রামগুলোতে বিজিবির আটক আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। বর্তমানে চোরাচালানী কাজের সাথে জড়িত না এমন অনেকে ইতোমধ্যে বিজিবি কর্তৃক আটক হয়ে মামলার আসামি হিসেবে সোপর্দ হয়েছে। বক্তাগণ বলেন, প্রকৃত দোষী ব্যক্তিদের ছাড়া সাধারণ মানুষকে যাতে আটক করে হয়রানি করা না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে সভায় বিজিবিকে তাগিদ দেয়া হয় বলে জানা গেছে।