ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের ভালাইপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় ভালাইপুর ফুটবলমাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে ইউপি সদস্য শুকুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, অতিথি ছিলেন সমাজসেবক নুরুজ্জামান, বজলুর রহমান, মোফাজ্জেল হোসেন, নিয়ামত আলী, মাথাভাঙ্গা একাদশের ম্যানেজার সাইদুর রহমান, সুমন হোসেন, মিরোজ আলী, শুকুর আলী, জনি, জিহাদ, সুহাগ হোসেন, পাপ্পু মিয়া, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে খেলায় জুনিয়র একাদশ ৪-০ গোলে জয়লাভ করেন। জুনিয়র একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন শরিফ হোসেন, সহকারী অধিনায়ক ছিলেন আশিক হোসেন, সিনিয়র একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন শাহজাহান সাজু, সহকারী অধিনায়ক ছিলেন কামরুজ্জামান বাবু। খেলাটি পরিচালনা করেন আব্দুল কাদের কাবিল ও সহকারী ছিলেন ছমির আলী ও আসাদুজ্জামান।