আলমডাঙ্গা ব্যুরো: প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্কুল ও কলেজে শিক্ষার্থীদের সচেতন করে বৃক্ষরোপণে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতিচর্চা কেন্দ্র এক দৃষ্টান্তমূলক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বৃক্ষরোপণ বিষয়ক মতবিনিময়সভা ও বৃক্ষরোপ কর্মসূচির আয়োজন করে। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের প্রাকৃতিক ভারমাস্য রক্ষায় বৃক্ষের ভূমিকা তুলে ধরে বৃক্ষরোপণের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সহ-সভাপতি পিন্টু রহমান ও সাহিত্য সম্পাদক ডা. আতিক বিশ্বাস। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্য পলাশ আহম্মেদ, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, সাবিনা ইয়াসমিন, আহসান হাবীব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী, একেএম রকিবুল আনোয়ার, শিরিনা আক্তার, আশরাদুল আলম, মেশকাত আরা, রহিমা খাতুন, রানি সরকার ও আসমা খাতুন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আ¤্রপালি জাতের আম গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।