ম্যানইউ ছেড়ে এভারটনে রুনি

 

মাথাভাঙ্গা মনিটর: ম্যানচেস্টার ইউনাইটেডে ১৩ বছর কাটানোর পর এভারটনে ফিরলেন ওয়েইন রুনি। ফ্রি ট্রান্সফারে সাবেক ক্লাবে যোগ দিলেন ইউনাইটেডের রেকর্ড গোলদাতা।ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে ৫৫৯ ম্যাচ খেলে ২৫৩টি গোল করেছেন ৩১ বছর বয়সী ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। ২০০৪ সালে ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জিতেছেন রুনি। এভারটন থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকুর ইউনাইটেডে যোগ দিতে যাওয়ার খবরের মধ্যে রুনির দলবদলের খবর এল।