টিপ্পনী

সাবধান
হাসপাতালে ঘুরে বেড়ায়
পোশাকে চকচক,
ওদের ভেতর কিছু নারী
বেজায় প্রতারক।

পাশে গিয়ে খাতির জমায়
সেবাও করে বেশ,
সরলতার সুযোগ নিয়ে
ওরাই মারে তেশ।

ভদ্রবেশী নারী ঘোরে
কর্ম ছাড়াই ফাঁকা,
সুযোগ বুঝে নেয় ছিনিয়ে
গয়নাগাটি টাকা।

দু’চোখ সদায় খোলা রাখো
সজাগ রাখো কান,
এলোমেলো হলেই খবর
তাই থাকো সাবধান।

সূত্র: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই)
০৮.০৭.২০১৭