কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীর দায়ের করা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। নতুন বাস্তপুর গ্রামের নরুল ইসলামের ছেলে মনিরুল ইসলামের সাথে আট বছর আগে বিয়ে হয় তারই ছাত্রী কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামের নহুনবী মাস্টারের কন্যা নাহিদা সুলতানার সাথে। বিয়ের সময় জামাইকে মোটরসাইকেলসহ সাংসারিক আসবাবপত্র দেয়া হয়। সংসার জীবনে তাদের আছে একটি সস্তান। বিয়ের পর থেকেই মনিরুল বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নাহিদার ওপর অমানুষিক নির্যাতন শুরু করে। নাহিদার পরিবার কয়েক দফায় মোটা অঙ্কের টাকা তুলে দেয় বলে। এক বছর আগে নাহিদাকে তালাক দেয় মনিরুল। নাহিদা ন্যায় বিচারের আশায় মনিরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। নাহিদার সন্তানের কোনো খোঁজকবর নেন না পিতা মনিরুল। বর্তমানে মনিরুল মামলা তুলে নিতে নাহিদাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন নাহিদার পরিবার। এ বিষয়ে নাহিদার স্বামী শিক্ষক মনিরুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির কথা অস্বীকার করে বলেন, মেয়ের পরিবার আমাকে এখন নিয়মিত হুমকি দিচ্ছে প্রাণনাশের। তবে তিনি বলেন, আদালতে মামলা চলছে যা রায় হবে তা মেনে নেবো।