দামুড়হদার আরামডাঙ্গায় পাথরের প্লেট নিয়ে ধুম্রজাল

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার আরামডাঙ্গায় ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে সুরাহা হয়েছে। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা নতুনপাড়ার বাদল দাসের ছেলে কৃষ্ণ দাস জানান, আমাদের বাপ দাদার আমল থেকে পাথরের কালো প্লেটটি ব্যবহার করে আসছি। এ প্লেটটি সপ্তাহ দুয়েক আগে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে নিকটাত্মীয়ের কাছে প্লেটটি ১৫ হাজার টাকায় বিক্রি করে দিই। এই টাকা নিয়ে অপর দুই ভাইয়ের (রাজকুমার ও বিষ্ণু দাস) সাথে কয়েকদিন ধরে সৃষ্টি হয় বিরোধ। একপর্যায়ে গতকাল বিকেল ৩টার দিকে প্লেটের টাকা ভাগাভাগি নিয়ে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ চাপাচাপি সৃষ্টি করে পাথরের প্লেটটি ফেরত নিয়ে আসে।