জীবননগর ব্যুরো: ১০ বোতল ফেনসিডিলসহ রাজাপুরের নওশাদ আলীকে আটক করেছে মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা। গতকাল শনিবার তাকে ফেনসিডিলসহ আটক করে। আটককৃত নওশাদকে গতকালই মাদকদ্রব্য আইনে মামলাসহ জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এদিন মেদিনীপুর ক্যাম্পের সদস্যরা হরিহরনগরের গরু ব্যবসায়ী আলমগীর ও রবিউল ইসলামকে আটক করে বলে খবর পাওয়া গেলেও বিজিবির মোবাইলে সংযোগ না পাওয়ায় আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।