আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন : আহত ২০

 

স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল আশুলিয়ার একটি বহুতল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে নরসিংহপুরে মেডলার অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে। আট তলাবিশিষ্ট কারখানাটির দ্বিতীয় তলার কাটিং সেকশন ও ফেব্রিক্স গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, কারখানাটির মালিক আরিফুর রহমান সিনহা। শনিবার ছিলো কারখানায় কর্মরতদের বেতন পরিশোধের দিন। কারখানায় বিকেল ৫টা, ৭টা ও ৮টায় ছুটি হয়। ছুটির পরও ভবনের বিভিন্ন ফ্লোরে কিছু কিছু কাজ চলছিলো। দ্বিতীয় তলায় কাটিং সেকশনের কাজ করছিলেন ৪০-৫০ জন শ্রমিক। রাত পৌনে ৯টায় হঠাৎ কাটিং সেকশনের পাশের ফেব্রিক্সের গোডাউনে আগুন দেখতে পান শ্রমিকরা। এ সময় তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ৩টি সিঁড়ি দিয়ে দ্রুত শ্রমিকরা নামতে গিয়ে ২০ শ্রমিক আহত হয়েছেন।

কারখানার সুপারভাইজার শিমুল বিশ্বাস বলেন, আমি ৫টায় ছুটিতে বাহিরে চলে যাই। আগুনের কথা শুনে বাসা থেকে আসি। তিনি বলেন, কোনো প্রকার অঘটন ছাড়াই শ্রমিকরা বের হতে পেরেছে। সুপারভাইজার আরিফুর রহমান জানান, তিনি সপ্তম তলায় সুইং সেকশনে কাজ করেন। আগুনের সাইরেন শুনে তিনিসহ শ্রমিকরা দ্রুত বের হয়ে যান। খবর পেয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক কায়সার শেখ, আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল পরিদর্শন করেছেন। এ সময় বিপুল সংখ্যক শিল্প পুলিশ, থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, কোনো শ্রমিক পুড়ে আহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান। তবে কিছু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে প্রবেশ করবে। ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছুই জানা যায়নি। এ ঘটনায় একজনকে সন্দহজনকভাবে আটক করা হয়েছে।