আলমডাঙ্গায় ফলদ বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি

 

নিজেদের প্রয়োজনে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অপরিহার্য

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ফলদ বৃক্ষমেলা-১৭’ উদ্বোধন করেছেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল শনিবার এ বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময়সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি অধিক হারে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন- বৃক্ষ আমাদের নীরব ও নিঃস্বার্থ বন্ধু। আমাদের নিজেদের প্রয়োজনে, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অপরিহায্য। প্রাকৃতিক ভারসাম্যরক্ষায় বৃক্ষ রক্ষাকবচ হিসেবে কাজ করে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এখন আর সার-কীটনাশকের জন্য কৃষককে আহাজারি করতে হয় না। অফিসে–দোকানে দীর্ঘ লাইন দিতে হয় না।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, জেলা পরিষদের সদস্য আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, আবু সাঈদ পিন্টু, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ ময়নদ্দিন, আহসান মৃধা, অ্যাড. নাসির উদ্দিন মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রনা তুহিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি সমীর দে, রানা আহমেদ, আব্দুর রাজ্জাক, জালাল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুবলীগ নেতা আসাদুল হক ডিটু, সাইফুর রহমান পিন্টু, বুলবুল, ইকলুচ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, খালিদ সাইফুল্লাহ, রফিকুল ইসলাম প্রমুখ।