দর্শনা অফিস: দামুড়হুদার ৩ বিজিবি ক্যাম্পের মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিলসহ অভিযুক্ত ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গত রোববার সন্ধ্যায় দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আ. আওয়াল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ঝাঁজাডাঙ্গা সড়কের ওপর। এ অভিযানে বিজিবি সদস্যরা আটক করেছে ঝাঁজাডাঙ্গা মাঠপাড়ার আলীহিমের ছেলে বাদশাকে (২৪)। বাদশার দেহ তল্লাশি করে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ৬ বোতল ফেনসিডিল। হাবিলদার আওয়াল হোসেন বাদী হয়ে ওই দিনই আটককৃত বাদশার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। শনিবার রাত ৯টার দিকে একই ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বাড়াদী মাঠে। এ অভিযানে আটক করা হয় বাড়াদী গ্রামের বদর উদ্দিনের ছেলে বিটুকে (২৫)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত বিটুর কাছ থেকে উদ্ধার করা হয় ৮ বোতল ফেনসিডিল। নায়েব সুবেদার আমিনুল ইসলাম বাদী হয়ে বিটুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। ইউনিয়নের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার বিল্লাল হোসেন রাত সাড়ে ১১টার দিকে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান বড়বলদিয়া দুমবাড়ি ঘাট বাশতলায়। এ সময় বিজিবি সদস্যরা আটক করেছে বড়বলদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিঠুনকে (২৮)। বিজিবি সদস্যরা আটককৃত মিঠুনের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে। এ ঘটনায় হাবিলদার বিল্লাল হোসেন বাদী হয়ে মিঠুনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।