জীবননগর ব্যুরো: স্কুল পর্যায়ে ফুটবল খেলাকে আরও গতিশীল করতে জীবননগর উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতারণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় হতে ১টি করে ফুটবল স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
উপজেলা পরিষদের অর্থায়নে এ উপজেলায় ফুটবল খেলার মান্নোয়নের লক্ষে ফুটবল বিতরণকালে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস, সোহরাব হোসেন খান ও যুবলীগ নেতা নাজমুল আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।