কাঁঠালের দরপতনে ক্ষতিগ্রস্ত কৃষক

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদায় এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। হাটগুলোতে পানির দামে বিক্রি হচ্ছে কাঁঠাল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গৃহস্থ। আগের দিনে মানুষ নিজেদের প্রয়োজনে বাড়ির আশপাশে কাঁঠাল গাছ লাগাতো। বিক্রি করতো না। নিজেদের প্রয়োজন মেটানোর পর প্রতিবেশীদের মাঝে বিলাতো। এখন সে দিন বদলে গেছে। অনেকে আবার বাণিজ্যিকভাবে কাঁঠালবাগান তৈরি করছে। এ কাঁঠাল তারা ব্যাপারী-পাইকারিদের কাছে বিক্রি করেন। মরসুমে দামুড়হুদার বিভিন্ন বাজারে কাঁঠালের পৃথক  হাট বসে। জ্যৈষ্ঠ মাস থেকে কাঁঠাল ওঠা শুরু করে আশ্বিন মাস পর্যন্ত চলে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে ট্রাকযোগে চালান নিয়ে যান। গত দু বছরও দাম সস্তা ছিলো। কিন্তু এবার দাম বেশি সস্তা। আর তাই কাঁঠাল বিক্রি করে খুশি হতে পারছেন না গৃহস্থরা।