মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে বসবাসরত ও কর্মরত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা আরও ৩০ দিন বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে শ্রম আইন লংঘনকারীরা বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করতে পারবেন। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সৌদির পাসপোর্ট অধিদপ্তরের প্রধান সুলাইমান বিন আবদুল আজিজ আল ইয়াহইয়া বলেন, সাধারণ ক্ষমার অধীনে এ বর্ধিত সময়ের সুবিধা সৌদিতে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর মানুষ পাবেন। গত ১৯ মার্চ সৌদি আরবের সাবেক উপপ্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ‘এ নেশন উইদাউট ভায়োলেশনস’ কর্মসূচির মাধ্যমে ৯০ দিনের রাজক্ষমার ঘোষণা দেন। এই ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। কিন্তু তা কার্যকর না করে ২৫ জুন থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে ৬০ হাজার নারী কাজ করছেন গৃহকর্মী হিসেবে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদিতে অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়া অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরাতে গত ২৯ মার্চ থেকে ৯০ দিনের রাজক্ষমা ঘোষণা করে সৌদি সরকার। সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধভাবে বসবাস বা কাজ করা কোনো বিদেশি নাগরিক আটক হলে, তাকে জরিমানা বা কারাদণ্ড অথবা উভয় দণ্ড পেতে হয়।