স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে আব্দুল হান্নান (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খানগঞ্জ ইউপির দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হান্নান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সানদিয়ারা দক্ষিণমূল গ্রামের আদালত হোসেনের ছেলে। প্রত্যক্ষদশীরা জানান, সন্ধ্যায় হান্নান মোটরসাইকেল যোগে কর্মস্থল রাজবাড়িতে ফিরছিলেন। দূর্গাপুর এলাকায় পৌঁছুলে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। হান্নানকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।