মাথাভাঙ্গা মনিটর: কনফেডারেশনস কাপে জার্মান ফুটবল দলের সফলতা কামনা করেছেন দলে না থাকা বিশ্বকাপ জয়ী তারকারা। তারকা ফুটবলারদের বিশ্রামে রেখে গঠিত অনভিজ্ঞ জার্মান দলটিই গত বৃহস্পতিবার মেক্সিকোকে ৪-১ গোলে ধরাশায়ী করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী রোববার ফাইনালে চিলির মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এক বছর পরেই বিশ্বকাপের চূড়ান্ত আসরে অংশগ্রহণ করতে হবে জার্মানিকে। যে কারণে দলের তারকা ফুটবলারদের গুরুত্বহীন এই টুর্নামেন্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি কোচ জোয়াকিম লো। পরিবর্তে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয়ী দলের পরবর্তী প্রজন্মকে বেশি সম্পৃক্ত করেছেন তিনি। দলটির গড় বয়স ২৪ বছর চার মাস। সব সদস্য মিলে সর্বমোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মাত্র ১৭৯টি। দলে রয়েছে আটটি নতুন মুখ। স্কোয়াডভুক্ত খেলোয়াড়দের মধ্যে মাত্র ৩ জনের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা।
মাত্র ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২৩ বছর বয়সী অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলারের নেতৃত্ব দলটি দেখে ভ্রু কুঁচকেছিলো অনেকেই। এই জুয়ায় এখনো পর্যন্ত ভালোভাবেই টিকে আছেন জার্মান কোচ। ওই দলটিই মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। দলের হয়ে দুই গোল করেছেন মাত্র ৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পন্ন ২২ বছর বয়সী উদীয়মান তারকা লিও গোরেৎকা। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই ফুটবল তারকা বলেন, এখন শিরোপা জয়ের মাধ্যমে আমরা আমাদের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চাই।