দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মালিক সুপার মার্কেটের দোকান মালিক সমিতি কর্তৃক আয়োজিত লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বেলা ৪টার দিকে মার্কেট প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সমিতির সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, মহাজনপুর কলেজের প্রিন্সিপাল জিল্লুর রহমান, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম, দামুড়হুদা প্ইালট গালর্স স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি ইমতিয়াজ হোসেন, দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোফাজ্জেল হোসেন, আজিজুল হক, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, মাকের্টের ব্যবস্থাপক আশাদুল হক, সাবেক ইউপি সদস্য আবুল হাশেম প্রমুখ। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে পুরুষ্কার ঘোষণা করা হয়। ঈদে মালিক সুপার মার্কেট থেকে পণ্যক্রয়কারীদের মধ্য মোট ৫১টি পুরষ্কার দেয়া হয়। এরমধ্যে সর্বোচ্চ পুরষ্কার একটি টিভিএস মোটরসাইকেলটি পেয়েছেন বাস্তুপুরের আবুল কাশেম। এছাড়া অন্যান্য বিজয়ীদের নামের তালিকা মার্কেটে টাঙানো হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামিম খাঁন। ড্র পরিচালনা করেন ফরজ আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন মালিক সুপার মার্কেট দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।