টিপ্পনী

আত্মহনন
গলায় দড়ি দিয়ে কত
মানুষ রোজই মরে,
গাছের সাথে ফ্যানের সাথে
কিংবা ঝুলে ঘরে।

বৃদ্ধ যুবক বৃদ্ধা শিশু
সব বয়সী লোক-
মর্গে দেখি কান্নাকাটি
আহাজারি শোক।

কেউ খেয়েছে বিষের বড়ি
কিন্তু কারণ কী,
আত্মহনন এত্তো কেন
কারণটা খুঁজছি।

পেটের ব্যথা মাথায় ত্রুটি
এই অভিযোগ মাপা,
আত্মহনন বলে যেন
খুন পড়ে না চাপা!

সূত্র: (হরিণাকু-ুতে দুজনের আত্মহত্যা)
৩০.০৬.২০১৭