ঝিনাইদহ প্রতিনিধি: ‘এসো মিলি প্রাণের আনন্দে’ সেøাগানে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে সরকারি বালিকা বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী স্মৃতিচারণ, আবির মাখাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, সাবেক সংসদ সদস্য নুরজাহান বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে সরকারি বালিকা বিদ্যালয়ের ১৯৫৭ থেকে ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।