স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ম্যাচে নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির বাছাইকৃত ক্রিকেটার ও বিকেএসপিতে চান্স পাওয়া ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত বিকেএসপি একাদশ ও চুয়াডাঙ্গা নইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অবশিষ্ট ক্রিকেটারদের নিয়ে গঠিত নাইটিঙ্গেল একাদশ মুখোমুখি হয়। টসে জয়লাভ করে বিকেএসপি একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে। বিকেএসপি একাদশের পক্ষে জাহিদ সর্বোচ্চ ৪৬ রান করে। জবাবে নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি একাদশ ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়। ফলে বিকেএসপি একাদশ ১০ রানে জয়লাভ করে। বিকেএসপি একাদশের অধিনায়ক ছিলো শামীম পারভেজ।
এছাড়া বিকেএসপি একাদশের অন্যান্য খেলোয়াড়রা হলো বদিশা, আশিক, সোহেল, শাকিল, বিদ্যুত, শান্তি, মতিয়ার, জাহিদ, ফয়সাল, পিয়াস, সোহান, রায়হান, রিয়াদ, অপূর্ব, রনি ও সাজীদুল। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি একাদশের হয়ে খেলায় অংশ গ্রহণ করে তুহিন, তৌফিক, রকি, মোহিত, রুবায়েত হাসান রিয়াদ, তমাল, অনন্ত, মমিনুল হাসান, তামিম, সাগর, সামীর আল-নূর, মাহাবুল হক, সৌমিত, বিজয় ও অন্তর কুমার অধিকারী। ম্যাচ শেষে সকল ক্রিকেটারকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব বলেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেটের আদর্শ। সে আদর্শকে পাথেয় করে করেই আমাদের পথচলা। আর সে পথ চলাকে আরো বেগবান করার মাধ্যম হিসেবে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটকে সমৃদ্ধ করাই হবে আমাদের লক্ষ্য।