দর্শনা অফিস: শাদা-মাটা পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ের দ্বি-বার্ষিক সাধারণসভা। গতকাল সকাল ১০টার দিকে শাখা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ম-ল, সহসভাপতি আয়নাল হক, সদস্য কালু মিয়া, শহিদুল ইসলাম, বাদল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দর্শনা শাখার সাধারণ সম্পাদক মজিবর রহমান বকুল। ইউনিয়নের আড়াই বছরের আয়-ব্যায়ে লিখিত হিসাব পাঠ করেন কোষাধ্যক্ষ মজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আব্দুস সালাম, লিটন ড্রাইভার, আবু হাসান বাবু, নাজিম ড্রাইভার, জাকির হোসেন প্রমুখ। এদিকে সাধারণসভায় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়নি। এ ব্যাপারে জেলা কমিটির সভাপতি প্রধান নির্বাচন কমিশনার এম জেনারেল ইসলাম বলেছেন, আগামীকাল শনিবার জেলা কমিটির বৈঠকে পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা পর্ষক গঠন করা হবে। সেই সাথে ওই দিনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন এম জেনারেল ইসলাম।।