দর্শনা অফিস: দৈনিক নয়াদিগন্তের দামুড়হুদা প্রতিনিধি, স্থানীয় একটি দৈনিক পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান ও দর্শনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমনের গার্মেন্টেসের দোকানে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা দোকান ভাঙচুর করেছে। পিটিয়ে আহত করেছে ৩ জনকে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৭ টার দিকে দর্শনা রেল বাজারের হাতের ছোয়া গার্মেন্টেসে ২০/২৫ জনের মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা দর্শনা মোবারকপাড়ার আব্দুল মান্নানের ছেলে যুবদলনেতা মিঠু, দর্শনা হল্টস্টেশনপাড়ার হেলাল উদ্দিনের ছেলে বাবু ও সাংবাদিক মনিরুজ্জামান সুমনের ওপর হামলা চালিয়ে বেধরকভাবে মারধর করে। এ সময় দোকানের মালামাল ভাঙচুর ও তছনছ করেছে বলেও অভিযোগ করেছেন সুমন। মিঠু ও বাবুকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন সঙ্গীয় নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শোনিত কুমার গায়েন। এদিকে দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস্ত করেছেন সুমনকে। কেনো কী কারণে সাংবাদিক সুমনের দোকানে মুখোশধারীরা হামলা চালিয়ে তা এখনো পরিস্কার হয়নি। হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।