দর্শনা অফিস: দর্শনা পৌর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কোরবান আলীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন পৌর জাসদের সভাপতি আক্তার খান শান্তি। আলোচনা করেন কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা সভাপতি অ্যাড বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ওয়ার্কসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জাসদ নেতা শামসুল আলম, আ. রশিদ, রেজাউল ইসলাম, শরীফুল ইসলাম, মফিদুল ইসলাম, আব্দুল করিম, কালু শেখ প্রমুখ। উপস্থাপনা করেন পৌর জাসদের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির।