জীবননগর ব্যুরো: জীবননগরে মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা পথের আলোর উদ্যোগে ও জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বদর উদ্দীন আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম ছাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাবেক ফুটবলার মোজাম্মেল হক, শিক্ষক শফিকুল ইসলাম, বিকেএসপির অনুর্ধ্ব ১৪ দলের গোলরক্ষক শান্ত কুমার ও পথের আলোর প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
পথের আলো প্রতিষ্ঠানটি ফুটপথের শিশুসহ আবাসন প্রকল্পে বসবাসকারী গরিব ও ঝরে যাওয়া শিশুদের বিনামূল্যে পাঠদান করে থাকে। বর্তমানে ৭টি প্রতিষ্ঠানে ২৮৮ জন শিশুকে এ সংস্থাটিপাঠদানের ব্যবস্থাসহ মহিলা ফুটবল দল গঠন করে টুর্নামেন্টের ব্যবস্থা করছে বলে জানা যায়।