মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাঠে অনুষ্ঠিত অ্যাম্বিশন কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২০১৭ এর ফাইনালে এইট স্টার রয়েলস ৮ উইকেটে লাকি সেভেন গ্লাডিয়াসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বুধবার আশরাফপুর অ্যাম্বিশন কোচিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এইট স্টার রয়েলস টসে জিতে লাকি সেভেন গ্লাডিয়াসকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১০ ওভারের খেলায় লাকি সেভেন গ্লাডিয়াস ৮ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয় ও সুজন ২০ রান করে সংগ্রহ করে। এইট স্টার রয়েলস এর ইমন ও খান জাহান ৩টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে এইট স্টার রয়েলস ৫ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক হারিছ সর্বোচ্চ ৩১ রান সংগ্রহ করে। লাকি সেভেন গ্লাডিয়াসের আলামিন একাই উইকেট ২টি লাভ করে। খেলায় বিজয়ী দলের হারিছ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অ্যাম্বিশন কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুদ্দীন।