মুজিবনগর প্রতিনিধি: শখ করে দুলাই ভাইয়ের শ্যালো ইঞ্জিন চালিত অবৈধযান করিমন চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আশিক (২২) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ২টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর বাজারের কাছে। নিহত আশিক রাজমিস্ত্রির জোগালে ও মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল কালামের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রাজমিস্ত্রির জোগালে আশিক ঘটনার সময় তাদের বাড়িতে বেড়াতে আসা তার দুলাভাইয়ের শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান করিমন নিয়ে মেহেরপুর-মুজিবনগর সড়কে চলাচ্ছিলেন। করিমনর চালানোর সময় তিনি মোবাইলফোনে কথা বলছিলেন। মুজিবনগর উপজেলার পুরন্দরপুর বাজারের কাছে পৌঁছুলে তার হাত থেকে মোবাইলফোনটি পড়ে যায়। এ সময় মোবাইলফোনটি ধরতে গেলে চলন্ত করিমানের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার ওপরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় স্থানীয় প্রশাসনের অনুমতিতে লাশ স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।