চুয়াডাঙ্গা জীবননগরের বেণীপুরে তুচ্ছ ঘটনা নিয়ে বাপ-বেটার বিরোধের করুণ পরিনতি
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বেণীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারীরিক নির্যাতন এবং পরে মুখে বিষ দিয়ে ছেলেকে হত্যা করেছেন রগচটা বাবা। স্থানীয়রা এ তথ্য দিয়ে বলেছে, উপজেলার বেণীপুর গ্রামে ঈদের আগের দিন রোববার দুপুরে মর্মান্তিক এ হত্যাকা-ের ঘটনা ঘটে। থানায় মামলা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, গত রোববার দুপুরে উপজেলার বেণীপুর গ্রামের ক্যাম্পপাড়ার পিতা নজরুল ইসলামের (৫০) সাথে ছেলে শরিফুল ইসলামের (২৮) বাড়ির জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে নজরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে রোজাদার ছেলে শরিফুল ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন। মারাত্মক আহত অবস্থায় পাষ- পিতা তার মুখে বিষ ঢেলে দেন। এতে শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। জীবননগর থানার ওসি এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এ ঘটনায় থানাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত রাগচটা খুনি পিতাকে ধরতে পারেনি পুলিশ।