দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নয়ন (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা করেও ওই স্কুলছাত্রকে খুঁজে পায়নি। অবশেষে ডুবুরিকে খবর দেয়া হয়েছে। নিখোঁজ স্কুলছাত্র পাবনা জেলার ঈশ্বরর্দী উপজেলার শৈলবাড়িয়া গ্রামের সাজিদুল ইসলামের ছেলে। এবং ঈশ্বরর্দী বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বুধবার দুপুরে সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইসলামপুর গ্রামে তার নানা আব্দুর রাজ্জাক মৃধার বাড়িতে একটি বিয়ের দাওয়াত খেতে এসেছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ৪টার দিকে নয়ন ও তাদের সিএনজি ড্রাইভার বাবু ও জহুরুল ইসলামপুর হাইস্কুল সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো। হঠাত নয়ন নদীতে তলিয়ে যায়। এ সময় সিএনজি ড্রাইভার বাবু তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, অনেক চেষ্টা করে ওই ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। খুলনা থেকে ডুবুির দল আনার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।