দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার ডায়মন্ড ক্লাবের নাম ভাঙিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগে জুয়েল নামের এক সদস্যকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। সেই সাথে গঠন করা হয়েছে ক্লাবের উপদেষ্ঠা পরিষদ। ক্লাবের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্বরে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হাসান রঞ্জু। উপস্থিত ছিলেন, সফর, স্বপন, রকি, বিল্লাল, বাবু, আসাদুল, ওভি, প্রান্ত, মুকুল, পিপুল, রাজু, টোটন, পান্না, হাসান, তারেক, লিটন, মানিক, অংকুর, সাজিদ, বাবু, সুমন, লিখন, চঞ্চল, জাকির প্রমুখ। প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হাসান রঞ্জু সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাবের নাম ভাঙিয়ে সাইফুল ইসলাম জুয়েল ওরফে সালাম বেশ কিছুদিন ধরে ঢাকার বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও সংগঠন থেকে অর্থ আদায় করছে। ক্লাবের উন্নয়ন ও সদস্য পদ দেয়ার কথা বলে ঢাকাস্থ আমাদের দর্শনা সংগঠনের কয়েকজন সদস্যের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ক্লাব থেকে জুয়েলকে অবঞ্চিত ঘোষণা করা হলো। বৈঠকে ক্লাবের উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়েছে। এ কমিটিতে রয়েছেন, পিপুল, সাজিদ, রকি. সফর, রাজু, স্বপন, টোটন, তারেক, রঞ্জু ও সুইম।