এক বছর নিষিদ্ধ হলেন মালিঙ্গা

 

মাথাভাঙ্গা মনিটর: ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরাকে বাদর বলে কটাক্ষ করায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা সম্মুখীন হলেন শ্রীলঙ্কার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। পাশাপাশি পরবর্তী ওয়ানডেতে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এসএলসি, ‘ছয় মাসের জন্য স্থগিতসহ এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মালিঙ্গাকে। শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয়, পরবর্তী ওয়ানডের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হলো। তবে আগামী ছয় মাসের মধ্যে একই ধরনের কাজ করলে শাস্তি কার্যকর হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের কারণে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী জয়াসেকারা। জাতীয় দলের খেলোয়াড়দের ভুঁড়ি বড় এবং মোটা হয়ে গেছে। যেসব খেলোয়াড়রা আইপিএলে খেলে তারা পুরোপুরিভাবেই আনফিট।